×

সারাদেশ

রৌমারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৭:৩৪ পিএম

রৌমারীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র দাখিল

আসন্ন ১০ই ডিসেম্বর ইউপি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ৩টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (১৫নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামীলীগ থেকে (নৌকা) প্রতীকে দাঁতভাঙ্গা ইউনিয়ন হতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসএম রেজাউল করিম মাস্টার, বন্দবেড় ইউনিয়ন আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার ও চর শৌলমারী ইউনিয়ন থেকে কেএম ফজলুল হক মন্ডল দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও বিদ্রোহী, স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থী হিসেবে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আমির হোসেন ও হাবিবুর রহমান ছক্কু। জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে দাঁতভাঙ্গা ইউনিয়নে আব্দুর রাজ্জাক, বিদ্রোহী প্রার্থী হিসেবে আবুল হাশেম ও সাখাওয়াত হোসেন মুকুল, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গনি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মফিজ উদ্দিন ও লতিফ-উল-হাসান (লালন) মনোনয়নপত্র জমা দিয়েছেন। বন্দবেড় ইউনিয়নে জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী ধানের শীষ প্রতীকে নুর আলম হিরো। জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে বাবুল খাঁন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ইউপি সদস্য ও রৌমারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন। চর শৌলমারী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলমগীর হোসেন। জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ইউনিয়ন বিএনপির সভাপতি ও মহিলা কলেজের প্রভাষক আব্দুস ছাত্তার, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ইউপি সদস্য আতাউর রহমান।তাছাড়া সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রায় অর্ধশতাধীক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম সাইফুর রহমন বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চর শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংক্ষতি মহিলা সদস্য পদে সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। আশা করি আসন্ন ১০ ই ডিসেম্বর সুষ্ঠ ও সুন্দর ভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App