×

আন্তর্জাতিক

ভোটের ফলাফলের বিরুদ্ধে মাঠে নেমেছে ট্রাম্প সমর্থকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১২:০২ পিএম

ভোটের ফলাফলের বিরুদ্ধে মাঠে নেমেছে ট্রাম্প সমর্থকরা

রাজপতে ট্রাম্প সমর্থকরা

প্রথম থেকেই নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প। এবার তার সমর্থকরাও নেমেছে রাস্তায়। শনিবার রাজধানী ওয়াশিংটনে আন্দোলনে নামে ট্রাম্পের সমর্থকরা। এসময় তারাও ভোট জালিয়াতি হয়েছে বলে আওয়াজ তোলেন। নির্বাচনের পর ট্রাম্প বিভিন্ন কথা বললেও নির্বাচনের বিরুদ্ধে প্রশ্ন তুলে তার সমর্থকদের এত বড় সমবেত আন্দোলন এটিই প্রথম।

৭ নভেম্বর বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর পরই বেশ কয়েকটি বিক্ষোভ করেছে তার সমর্থকরা। সেগুলো আকারে তুলনামূলক ছোট ছিল। তবে শনিবারের বিক্ষোভের আকার ছিল অপেক্ষাকৃত বিশাল। ওথ কিপারস মিলিশিয়া ও প্রাউড বয়েজের সদস্যরাসহ বিভিন্ন উগ্র-ডানপন্থী সংগঠনের সদস্যরা এতে অংশ নেয়।

আয়োজক সংগঠনগুলো র‌্যালিগুলোর বিভিন্ন নাম দিয়েছে। এর মধ্যে রয়েছে-মিলিয়ন এমএজিএ মার্চ, দ্য মার্চ ফর ট্রাম্প এবং স্টপ দ্য স্টিল। ট্রাম্পের ক্যাম্পেইন স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ এর সংক্ষিপ্ত নাম এমএজিএ। বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App