×

সারাদেশ

চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির বন ভোদর অবমুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০২:০১ পিএম

চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির বন ভোদর অবমুক্ত

পুকুরে মাছ খেতে আসলে আটকা পড়ে ভোদরটি

বিলুপ্ত প্রজাতির একটি বন ভোদর অবমুক্ত করেছে চরফ্যাশন উপজেলা বন বিভাগ। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার পর্যটন এলাকা ও বন্য প্রাণীর অভয়ারণ্য বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরির বনে অবমুক্ত করা হয় এ বন ভোদরটিকে। ভোদটির গায়ের রং ছিলো বাদামী কালো এবং ওজন ছিলো প্রায় ৩ কেজি।

জানা গেছে,পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিনের বাড়ির পুকুরে মাছ শিকার করতে এসে পুকুরের জালে জড়িয়ে আটকা পড়ে বিলুপ্ত প্রজাতির এ বন ভোদর। পুকুর মালিক ভোদরটিকে একটি খাঁচায় বন্দি করে রাখলে খবর পেয়ে চরফ্যাশন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শুক্রবার রাতে ভোদরটি উদ্ধার করেন।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন জানান, বিলুপ্ত প্রজাতির ভোদরটি উদ্ধার করে বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নের বনে অবমুক্ত করা হয়েছে। এসব ভোদর বা উদ বিড়াল এখন আর সচরাচর দেখা না গেলেও এরা সাধারণত নদী ও পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। নদীতে ট্রলার ও ফিসিং বোটসহ মানুষের উৎপাত বেসি হওয়ায় ভোদরটি লোকালয়ে চলে এসছে বলে ধারনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App