×

খেলা

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন জামাল-জীবনরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৯:৫৪ পিএম

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন জামাল-জীবনরা

নেপালের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস

করোনাকালে মাঠে ফুটবল ফেরানোটা ছিল একটা চ্যালেঞ্জ। অবশেষে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সে চেষ্টায় সফল হয়েছে। এমনকি নেপালের বিপক্ষে মুজিববর্ষ সিরিজের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই ম্যাচ শেষে ফুটবলাররা ড্রেসিংরুমে ফেরার সময় তাদের অভিনন্দন জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। এ জয়ে উচ্ছ¡সিত হয়ে বাফুফে সভাপতি জামাল-জীবনদের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। এক ভিডিও বার্তায় কাজী নাবিল বলেন, আমরা সবাই আজকে খুশি। বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচটি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা। প্রথম ম্যাচে আমরা নেপালকে ২-০ গোলে হারিয়েছি। খুশি হয়ে আমাদের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের পক্ষ থেকে জয়ের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছি। আগামী ম্যাচের আগেই পেয়ে যাবে সবাই। আশা করছি আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আমরা আরও ভালো খেলতে পারবো।  দীর্ঘ ১০ মাস পর আজ আন্তর্জাতিক ম্যাচ খেললো বাংলাদেশ। ফিটনেসের ঘাটতিটা চোখে পড়লেও নেপালের চেয়ে প্রাধান্য নিয়েই খেলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App