×

খেলা

ফুটবলারদের মুখে মাস্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১০:০৩ পিএম

ফুটবলারদের মুখে মাস্ক

বাংলাদেশ দলের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগ পর্যন্ত মাস্ক পরে মাঠে ঘুরে ফিরেছেন।

গত কয়েক সপ্তাহ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলনামূলক কমে এলেও আসন্ন শীতকালে ‘সেকেন্ড ওয়েভ' আসতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেন। ইউরোপের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অনেক দেশ ইতোমধ্যে দ্বিতীয় বা তৃতীয়বার লকডাউন ঘোষণা করেছে।

বাংলাদেশেও আগামী শীতের সময় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আশঙ্কা দেখা যাচ্ছে। করোনাভাইরাসের বিস্তার কমাতে বাংলাদেশ সরকার ‘নো মাস্ক নো সার্ভিস', অর্থাৎ মাস্ক পরিধান ছাড়া কাউকে কোনো সেবা দেয়া হবে না বলে নির্দেশনা জারি করেছে।

করোনারোধে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে জোর দেয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশ-নেপাল ম্যাচের আগে খেলোয়াড়দের মুখে মাস্ক দেখা গিয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগ পর্যন্ত মাস্ক পরে মাঠে ঘুরে ফিরেছেন। জাতীয় সঙ্গীত বাজার সময়ও তাদের মুখে মাস্ক ছিল। মূল ম্যাচ শুরুর আগে তারা মাস্ক খুলে মাঠে নেমেছেন। কারণ মাস্ক পরেতো আর খেলা যায় না।

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের এ সচেতনায় ক্রীড়াপ্রেমীরা মুগ্ধ। ঘরের মাঠ বাংলা মায়ের দামাল ছেলেরা নেপালকে পাঁচ বছর পর হারিয়ে ক্রীড়াবিশ্বে নতুন বার্তা দিয়েছে। সর্বশেষ ২০১৫ সালে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার হিমালয় কন্যাদের ২-০ গোলে হারিয়েছে জীবন-সুফিলরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App