×

সারাদেশ

কারাভোগের পর দেশে ফিরল ৩০ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৯:৩২ পিএম

কারাভোগের পর দেশে ফিরল ৩০ বাংলাদেশি

ছবি: প্রতিনিধি

বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৩০ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরে এসেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা আসে।

ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদের মধ্যে ২০ জন নারী ও ১০ জন পুরুষ। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

ফেরত আসা কয়েকজন জানান, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে ২ বছর থেকে ৮ বছর আগে অবৈধ পথে তারা ভারতে গিয়েছিলেন। এরপর সেখানকার মুম্বাই ও কলকাতাসহ বিভিন্ন শহরে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। পরে সেখান থেকে সংলাপ ও সুশীলনসহ ১১টি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদরে দেশে ফেরার ব্যবস্থা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সহকারী সচিব মো. আব্দুল ওয়াাদুদ ফেরত আসাদের গ্রহণ করে বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যমে যারা এসেছেন তাদেরকে বাংলাদেশের মানবাধিকার সংস্থা, মহিলা আইনজীবি সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে ৩টি এনজিওর মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, ৩০ জন বাংলাদেশি নারী ও পুরুষ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এদের সবাইকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App