×

খেলা

আর্জেন্টিনার হাসি কেড়ে নিল প্যারাগুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১০:২০ এএম

আর্জেন্টিনার হাসি কেড়ে নিল প্যারাগুয়ে

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে বল কেড়ে নিতে ব্যস্ত প্যারাগুয়ের ডিফেন্ডার

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আজ সকালে আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিয়েছে প্যারাগুয়ে।এই ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় থাকলেও মাঠে নেমে বল জালে জড়ালে গোল্ড বাতিল করে দেন রেফারি। ম্যাচটিতে পেনাল্টি থেকে একটি গোল হজম করে আর্জেন্টিনা।

২১ মিনিটের সময় লুকাস মার্টিনেজ মুগুইল আলমিরনকে ফাউল করলে পেনাল্টি পায় প্যারাগুয়ে। গোল করার মোক্ষম সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি অ্যাঞ্জেল রোমেরো। এই গোল করার মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে ৩টি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন রোমেরো।

এরপর ৪১ মিনিটের সময় নিকোলাস গঞ্জালেস আর্জেন্টিনাকে সমতায় ফেরান। লে সেলসোর করা কর্ণার কিক বুলেট গতিতে হেড করে জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ৫৭ মিনিটের সময় আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান অধিনায়ক লিওনের মেসি। কিন্তু বিধি বাম। তার এই গোলটি বাতিল করে দেন রেফারি। পরবর্তীতে দুই দলের কেউ আর গোল করতে পারেনি। ফলে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়।

এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে দুই দলই ৩টি করে ম্যাচ খেলে অপরাজিত রইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App