×

বিনোদন

যে কারণে আটকে আছে মাহির আশীর্বাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ১২:৫১ পিএম

যে কারণে আটকে আছে মাহির আশীর্বাদ

আশীর্বাদ ছবির শুটিংয়ের দৃশ্য

যে কারণে আটকে আছে মাহির আশীর্বাদ

শুরু হয়েও আবার আটকে রয়েছে মাহিয়া মাহি ও জিয়াউল রোশানের ‘আশীর্বাদ’ ছবিটি। গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শুটিং চলে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। জানা গেছে পুরো নভেম্বর জুরেই হয়তো বন্ধ রাখতে হবে। কারণ জানতে চাইলে গণমাধ্যমকে ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, শুটিংয়ের জন্য অটিজম প্রয়োজন। করোনায় অটিজম স্কুলে ছেলেমেয়েরা আসছে না। তাই আপাতত শুটিং বন্ধ আছে। এটা মাত্র দুই দিনের শুট। কিন্তু আমরা সেটি করতেই পারছি না। তাই এ মাসে এখনও কোনও কাজ হয়নি।’

[caption id="attachment_251070" align="alignnone" width="1039"] আশীর্বাদ ছবির শুটিংয়ের দৃশ্য[/caption]

এরপর ডিসেম্বর থেকে আউটডোর শুটিংয়ে মাহি ও রোশানকে নিয়ে বেরিয়ে পড়বেন মানিক। তারিখ এখন চূড়ান্ত না হলেও আউটডোর শুটের বিষয়টি চূড়ান্ত করা আছে। তবে শীতে যদি করোনার প্রকোপ আরও বাড়ে, তাহলে স্কুল খোলার বিষয়টি আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ঝুলে যেতে পারে। পরিচালক বলেন, ‘আউটডোরটা শেষ করে অটিজম শিশুদের অংশ ধরবো। কিংবা দেখি অন্য কোনও উপায় বের করা যায় কিনা!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App