×

সারাদেশ

মেঘনায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৮:৪৪ পিএম

কুমিল্লার মেঘনায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় গোলাম মহিউদ্দিন (৬০) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মহিউদ্দিন ওই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চন্দনপুর ইউনিয়নের শিবনগর গ্রামের হাফেজ মিয়ার ছেলে লুৎফুর রহমানের সাথে তার চাচাতো ভাই শাহাবুদ্দিন মিয়ার জমির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার এই জায়গা পরিমাপের জন্য দিন নির্ধারণ করা হয়। জায়গা মাপার এক পর্যায়ে লুৎফর রহমানের সাথে শাহাবুদ্দিন ও মহিউদ্দিনের কথা কাটাকাটির সময় লুৎফুর রহমানের ভাই ও ভাতিজারা মহিউদ্দিন ও তার ভাই ভাতিজাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় গোলাম মহিউদ্দিনকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার ঘটনায় পুলিশ লুৎফুর রহমানের প্রাইভেটকার ও চালক ইসরাফিল আলীসহ ৩জনকে আটক করেছে। মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, পারিবারিক বিরোধ ও জমি পরিমাপের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে। এ সময় মহিউদ্দিন নামের একজন নিহত হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App