×

শিক্ষা

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৫:৩৭ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য ৩০ তম একাডেমিক কাউন্সিলে (জরুরী সভা) গৃহীত সিদ্ধান্তের মধ্যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা বিষয়ক সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন শিক্ষার্থীরা।

Jatiya kabi Kazi Nazrul Islam University ফেইসবুক পেইজে প্রিয় পাঠক, জাককানইবি'র গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? এমন শিরোনামে একটি পোস্ট প্রকাশের পরপরই শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের বিপক্ষে মতামত প্রধান করে।

সেখানে একজন শিক্ষার্থী মন্তব্য করেন, গুচ্ছ পদ্ধতির বিষয়টা খুবই বাজে সিদ্ধান্ত। এতে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলবে। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এটা মেনে নেওয়া খুবই কষ্টের। সিদ্ধান্ত পুন. বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। এ রকম শতশত মন্তব্যে মুখরিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেইসবুক গ্রুপ ও পেইজগুলো। সাথে শিক্ষার্থীরা রাগ ও ক্ষোভ প্রকাশ করতে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি।

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, করোনাকালীন দেশের ভর্তিচ্ছু শিক্ষার্থী, তাদের অভিভাবকদের চাওয়াসহ বিভিন্ন দিক চিন্তাভাবনা করে সরকার ও ইউজিসির প্রস্তাব ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নেওয়া আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শুধুমাত্র তাতে সম্মতি প্রদান করেছে।

তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি পরিক্ষায় সম্মতি জানালেও তা কীভাবে, কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো কিছু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।

উল্লেখ্য জাককানইবির ৩০ তম একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত ছিলো: ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা অনলাইনে নয় বরং সরাসরি আয়োজনের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App