×

খেলা

পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৯:৩১ পিএম

পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ

নেপালের বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জেমি ডের শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেলে বাংলাদেশ-নেপাল দ্বৈরথ। করোনা ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ হওয়ার পর আর মাঠে বসে কোনো খেলা উপভোগ করতে পারেননি বাংলাদেশের দর্শকরা। তবে নেপাল ও বাংলাদেশের প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে মাঠে ফিরতে যাচ্ছে দর্শক।

একটা সময় বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফুটবল ম্যাচ মানেই ছিল বাংলাদেশের জয়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নেপালের বিপক্ষে বেশ কয়েকবার হার শিকার করেছে। অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশ নেপালের বিপক্ষে কতটা শক্তিশালী। নেপালকে ১৯৮৪ সালে ৫-০ গোলের ব্যবধানেও হারিয়েছিল। তাও দুই বার। সেবার দক্ষিণ এশিয়ান ফেডারেশন গেমসে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা ১৯৮৭ সালের পর থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৭ ম্যাচে জয় তুলে নেয়। তবে ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৩টি ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। এর মধ্যে শেষ দুটি ম্যাচে বাংলাদেশকে হারতে হয়েছে।

এ পর্যন্ত বাংলাদেশ নেপাল ১৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে জয় পেয়েছে ১২টি ম্যাচে। হেরেছে ৬টি ম্যাচে। আর বাকি ১টি ম্যাচ ড্র হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App