×

সারাদেশ

বেড়ায় নৌকার মাঝি হতে চান ১১ আ.লীগ নেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৭:১২ পিএম

বেড়ায় নৌকার মাঝি হতে চান ১১ আ.লীগ নেতা

বেড়া উপজেলা পরিষদ (ফাইল ছবি)

পাবনা বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের গত ১ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে অকাল মৃত্যুতে শূণ্য হওয়া উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে ব্যাপক। ৩ নভেম্বর নির্বাচন কমিশন থেকে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এদিকে মনোনয়ন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ও যাচাই বাছাই ১৭ নভেম্বর। মনোনয়ন প্রত্যাতারের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রায় ডজন খানেক নেতা দলীয় ফরম সংগ্রহ করেছেন তারা সবাই নৌকার মাঝি হতে চায়। মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। এক দলে এত প্রার্থী দেখে স্থানীয় আওয়ামী লীগে গুঞ্জন ও বিভেদ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। প্রার্থীদের মোটর সাইকেল-মাইক্রোবাস শোডাউন, পোস্টার, ব্যনারের ব্যাপক প্রচার প্রচারণা দেখে অনেকেই তাদের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। ইতোমধ্যে যারা মনোনয়ন তুলেছেন তারা হলেন- উপজেলা নির্বাচনে পূর্বের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত মো. আফজাল হোসেন, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের সহধর্মিনী রওনাক জাহান রানু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, মো.আজিজ খাঁন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা এইচ এম ফজলুর রহমান মাসুদ রানা, জাতসাখিনী ইউপি চেয়ারম্যান ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক বাবু, পুরানভারেঙ্গা ইউপি চেয়ারম্যান কেএম রফিকুল্লাহ, হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হুমায়ন কবির চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইব্রাহিম হোসেন মুন, এ্যাডভোকেট ডিএম সাইফুল ইসলাম। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কে প্রার্থী হচ্ছেন তা এখনো চুড়ান্ত হয়নি। তবে বেড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি ও কৈটলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপিার সাবেক সাধারণ সম্পাদক মো. রইজ উদ্দিন আহম্মেদ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লুৎফর রহমান এই তিনজনের যেকোনো একজন বিএনপির প্রার্থী হবে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App