×

সারাদেশ

ঘুষের জন্য মুক্তিযোদ্ধা পরিবারের দোকান গুঁড়িয়ে দিল ওরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ১০:০১ পিএম

ঘুষের জন্য মুক্তিযোদ্ধা পরিবারের দোকান গুঁড়িয়ে দিল ওরা
বরগুনার পাথরঘাটায় একজন ভূমি সহকারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। জানা গেছে,উপজেলার চরদুয়ানী বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর নাতি মো. বেল্লাল হোসেন সেন্টুর মালিকানাধিন রাব্বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ঘুষের টাকা পরিশোধ না করে পাকা খুটির পিলার নির্মাণ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চরদুয়ানি ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. এনামুল হক গত ৪ নভেম্বর বিকেল ৫টার দিকে স্থানীয় ৮/১০ জন দালাল নিয়ে সন্ত্রাসী স্টাইলে হামলা চালিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই ওয়ার্কশপের যন্ত্রাংশ পার্শ্ববর্তী পুকুর ও খালে ফেলে দেয় তার সহযোগীরা। এ ঘটনায় সেন্টুর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়ছে বলে সাংবাদিকদের জানান। ওয়ার্কশপ মালিক বেল্লাল হোসেন সেন্টু বলেন, আমাকে কোন নোটিশ প্রদান না -করে এবং আমি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকা অবস্থায় আমার ব্যবসা প্রতিষ্ঠান খাসজমিতে এ অভিযোগ তুলে ৮ থেকে ১০ জন দালাল নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা এনামুল হক। ব্যবসা প্রতিষ্ঠানে পিলারের খুঁটির কাজ করার কথা জানতে পেরে চরদুয়ানী ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা এনামুল হক আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই ঘুষের টাকা পরিশোধ না করায় দালাল নিয়ে আমার ঘর ভাঙচুর করেছেন চরদুয়ানী ভূমি কর্মকর্তা এনামুল হক। ওই ভাংচুরের ঘটনায় ক্ষতিপূরণসহ চরদুয়ানী ইউনিয়ন ভূমি কর্মকর্তা এনামুল হকের আমি বিচার চাই। অভিযোগ প্রসঙ্গে চরদুয়ানীর ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. এনামুল হক এর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App