×

পুরনো খবর

আধুনিকায়নই পারে পুলিশের ভাবমূর্তি ফেরাতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ১১:৪৬ পিএম

একটি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তার পুলিশ প্রশাসনের ভ‚মিকা সবচেয়ে বেশি। পুলিশ চাইলেই সব ধরনের অন্যায়-অত্যাচার বন্ধে শক্ত পদক্ষেপ নিয়ে তা নিয়ন্ত্রণে আনতে পারে। শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ দেশসেবার মনোভাব নিয়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করে যাচ্ছে সারাদেশে। চুরি-ডাকাতি রোধ, ছিনতাই প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা ইত্যাদি সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্বে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে থাকে। সম্প্রতি সারাদেশে পুলিশি নির্যাতন, বিচারহীনতা ও অদূরদর্শিতা নিয়ে ভাবমূর্তি সংকটে রয়েছে পুলিশ প্রশাসন। টেকনাফের ওসি প্রদীপ কিংবা সিলেটের এসআই আকবরসহ ছোট-বড় এমন অনেককে নিয়েই এখন ভাবমূর্তি সংকটে পড়ছে পুলিশ। সাধারণ জনগণ পুলিশকে বন্ধু ভাবার বদলে তাদের নিয়ে থাকছে আলাদা আতঙ্কে। গায়েবি মামলা, তুলে নিয়ে অর্থ দাবি করা, অন্যায্য সুবিধা দেয়াসহ নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত। এমন অবস্থা চলতে থাকলে দেশের আইনশৃঙ্খলার চরম বিপর্যয় ঘটবে এবং একসময় তা হাতের নাগালের বাইরে চলে যাবে।সম্প্রতি ঢাকার কিছু ট্রাফিক পয়েন্টে পুলিশের বডি ওর্ন ক্যামেরা বা বডি ক্যাম যুক্ত হয়েছে, যা দিয়ে সুফলও পাচ্ছে। কিন্তু নিয়মিত পুলিশ বাহিনীতে এই প্রযুক্তি যুক্তের মাধ্যমে পুলিশের মটো প্রগতি আরো একধাপ এগিয়ে যাবে। উন্নত বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি তাকালে দেখতে পাই পুলিশের বডিক্যাম অনেক তথ্য দিতে সাহায্য করছে। এক্ষেত্রে পুলিশের বক্তব্য এবং অভিযুক্তের বক্তব্য যাচাই-বাছাই করা যায়। কিন্তু বেশ কয়েক বছর আগে এ নিয়ে কথা হলেও আর সামনে এগোয়নি। এ মুহূর্তে ভাবমূর্তি ফেরাতে সবচেয়ে বেশি কার্যকর ভ‚মিকা রাখবে। সাধারণ মানুষ যদি অন্যায়ের শিকারও হয় তবে এর প্রতিকার খুব সহজেই পাবে। এ বিষয়টি চালু হলে অনেক কথিত বন্দুকযুদ্ধ হতে পর্দা উঠবে, প্রশ্ন কমবে, দোষীরা বিচারের আওতায় আসবে।পুলিশের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা দেখা যায় থানার দালাল। নারায়ণগঞ্জ রেঞ্জের শেরপুর সদর থানায় ডিজিটাল কিউ সিস্টেম চালু করেছে। সেবা পেতে এখন একটা নির্ধারিত নিয়মের অধীনে দ্রুততার সঙ্গে সেবা পাবে। এই সহজ বিষয়টি সারাদেশেই বাস্তবায়ন করা যায় সদিচ্ছা হলেই। আজ যদি ওসি প্রদীপের কিংবা এসআই আকবরের বডিক্যাম থাকত তবে এত বিতর্ক তৈরি হওয়ার সুযোগ থাকত না। পাশাপাশি সত্যিকারের অন্যায়ের খুব সহজেই বিচার ও হতো। সারাদেশে পুলিশের নামে যে অভিযোগ উঠছে তা খুব দ্রæতই সমাধান করা যেত ও ভাবমূর্তি সংকট কাটিয়ে ওঠা সম্ভব। স্বচ্ছতা-জবাবদিহিতাই পারে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App