×

সারাদেশ

মির্জাগঞ্জ ছাত্রলীগের ভুয়া কমিটি ফেসবুকে ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম

মির্জাগঞ্জ ছাত্রলীগের ভুয়া কমিটি ফেসবুকে ভাইরাল
পটুয়াখালী জেলা ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে সোমবার (৯ নভেম্বর) রাত ১২ টার দিকে সভাপতি মোঃ হাসান সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ভূঁইয়ার জাল স্বাক্ষরিত মোঃ খাইরুল আলম শাহিনকে সভাপতি ও মোঃ ইমরান হাওলাদারকে সাধারন সম্পাদক করে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি কমিটি ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে আসলে তাৎক্ষনিক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুঁইয়া তাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলে, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কোন কমিটি অনুমোদন দেয়া হয়নি এবং এটি একটি ভুয়া কমিটি আখ্যায়িত করে পোস্ট দেন। এ ব্যাপারে খাইরুল আলম শাহীন বলেন, এই কমিটির বিষয়ে আমি কিছুই জানিনা। এটি একটি ভূয়া কমিটি। এ ব্যাপারে ইমরান হাওলাদার বলেন, এ কমিটির ব্যাপারে আমি অবহিত নই। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে আসছে। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ছাত্রলীগের কাছে জোড় দাবি জানাই। পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাসান সিকদার ও সাধারন সম্পাদক ওমর ফারুক ভূইয়া পৃথকভাবে সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জাগঞ্জের যে কমিটি প্রচার করা হয়েছে সেটি একটি ভূয়া কমিটি। আমাদের সিলযুক্ত স্বাক্ষর স্ক্যান করে এটি করা হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ মার্চ মোঃ জহিরুল ইসলাম জুয়েলকে সভাপতি ও রাকিব মৃধাকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি দেয়া হয়েছিল। মাঝখানে বিভিন্ন অপকর্মের দায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক-কে বহিষ্কার এবং অন্য সদস্যদের পদ প্রায় ০১ বছর স্থগিত রাখা হয়। পরবর্তিতে বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর অনেকবার কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলেও ৩ বছরে নতুন কমিটি না হওয়ায় এ ধরনের বিভ্রান্তী সৃষ্টি হচ্ছে বলে তৃণমূল কর্মীরা দাবি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App