×

সারাদেশ

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৪:০০ পিএম

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি

বায়ে- আটক ডাকাত, বামে- তছনছ করা মালামাল

ফরিদপুরের বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পৌরসভার কামারগ্রামের আলিম শেখের ছেলে তামিম শেখ (২২) নামে একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামারগ্রাম নিবাসী সাধন কুমার সাহার বাড়িতে ৪/৫ জনের ডাকাতদল কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ভবনের দোতলার দরজার লক ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। এ সময় সাধন সাহার ভাতিজি কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির অন্য আট সদস্যকে চেতনানাশক স্প্রের সাহায্যে  অচেতন করে বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতরা বাড়িতে থাকা লোহার সিন্দুক ভেঙে আনুমানিক ২০ ভরি  ওজনের স্বর্ণের গহনা, নগদ ১লক্ষ টাকা, দামী কাপড়চোপড়, দলিল পত্র, পোস্ট অফিসের এফডিআরের কাগজ পত্র নিয়ে যায় বলে সাধন সাহা সাংবাদিকদের জানান।

এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো. আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া বলেন, সঙ্গীয় ফোর্সসহ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App