×

বিনোদন

বাউলশিল্পী হায়দার আলী আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৪:৩০ পিএম

বাউলশিল্পী হায়দার আলী আর নেই

বাউলশিল্পী হায়দার আলী

বাউলশিল্পী হায়দার আলী আর নেই
‘দয়াল আমি কোন তরে বাঁধিবো নতুন ঘর’ নিজের লেখা ও গাওয়া গানের বাস্তবরূপ দিতে পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে কাঁদিয়ে আপন দেশে চলে গেলেন বাউলশিল্পী হায়দার দেওয়ান আল-চিশতি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের টান-গোপালনগর গ্রামে এ শিল্পীর জন্ম। গতকাল সোমবার সাভারের একটি প্রাইভেট ক্লিনিক হতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন। হায়দার আলী দেওয়ানের কনিষ্ঠপুত্র ইয়াকুব হোসেন আবির জানান, বেশ কয়েকদিন ধরে তার বাবা জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ডাক্তারি পরীক্ষায় টাইফয়েড ধরা পড়লেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলে পথিমধ্যে তার অবস্থার আরো অবনতি হয়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হায়দার আলী দেওয়ান বাল্যকাল থেকেই সংগীত ভুবনে জড়িয়ে ছিলেন। সংগীতের স্বীকৃতিস্বরূপ ১৯৮৮ সালে তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদের হাত থেকে পেয়েছেন স্বর্ণ পদক। ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত শিল্পী। সেই সঙ্গে বৈরাবর দরবার শরীফের খেলাফতপ্রাপ্ত প্রয়াত বাউলশিল্পী ইউসুফ আলী দেওয়ানের শিষ্যত্ব লাভ করে ওই দরবারের খেলাফতপ্রাপ্ত হন। বাউল গানের সুরস্রষ্টা ও জ্ঞানোদীপ্ত মারফতি ভাবধারার আলোকে হায়দার আলী গেয়েছেন অসংখ্য গান, তৈরি করেছেন অসংখ্য সুর। এছাড়া ‘সত্যের ডাক, হায়দার সংগীত’ গ্রন্থটি তাকে সাহিত্য জগতে বাঁচিয়ে রাখবে বহুদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App