×

খেলা

পিএসএলে খেলতে পাকিস্তানের পথে তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ১০:৪৩ এএম

পিএসএলে খেলতে পাকিস্তানের পথে তামিম

পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে গতকাল সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলন করেন তামিম ইকবাল।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্লে অফ খেলবে তামিম ইকবাল তা আগেই জেনেছেন ভক্তরা। নতুন খবর হলো এ টুর্নামেন্টে খেলতে আজ পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক। বিসিবি জানিয়েছে, এমিরেটস এয়ারলাইন্সের বিমানে সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এছাড়া পিএসএলে প্লে অফে তামিমের সঙ্গী হওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু তিনি করোনা পজেটিভ হওয়ায় তা সম্ভবপর হয়ে ওঠেনি। কারণ টাইগার টি-টোয়েন্টি দলপতি দুবার করোনা পজেটিভ হয়ে এখন আছেন আইসোলেশনে। তামিমও দুবার করোনা পরীক্ষা করিয়েছেন। গতকাল সন্ধ্যায় দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে দেশসেরা ওপেনারের।

করোনার দীর্ঘ বিরতির পর করাচিতে শুরু হবে পিসিএলের প্লে অফ। যেখানে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন তামিম। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ক্রিস লিনের পরিবর্তে তাকে দলে ভিড়িয়েছে লাহোর। ১৪ নভেম্বর এলিমিনেটরে তামিমের দলের প্রতিপক্ষ পেশাওয়ার। ওই ম্যাচ জিতলে লাহোর পাবে ১৫ নভেম্বরের দ্বিতীয় এলিমিনেটরের টিকেট। যেখানে তারা খেলবে করাচি ও মুলতানের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের বিপক্ষে। এই ম্যাচে জয়ীরা নিশ্চিত করবে ১৭ নভেম্বরের ফাইনাল। অর্থাৎ প্রতি ম্যাচই তামিমদের জন্য ফাইনাল।

অবশ্য এর আগেও তামিমের পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে। তিনি এ টুর্নামেন্ট মাতিয়েছেন পেশাওয়ার জালমির জার্সিতে। এবারো এ টুর্নামেন্টে ব্যাট হাতে দাপট দেখাবে তামিম এ প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তাছাড়া দেশ ছাড়ার আগে হোম অব ক্রিকেট মিরপুরে নিজেকে ঝালিয়ে নিয়েছেন এ ওপেনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App