×

অপরাধ

পরিকল্পিতভাবে পুলিশের এএসপিকে হত্যা, দায় স্বীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০১:১০ পিএম

পরিকল্পিতভাবে পুলিশের এএসপিকে হত্যা, দায় স্বীকার

আনিসুল হত্যায় অভিযুক্ত আসামিরা।

পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নিহত পুলিশের এএসপি আনিসুল করিম কে মারতে মারতে রুমে ঢুকানো হয়। পরিকল্পিতভাবে আনিসুলকে মারপিট করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, সিসিটির ভিডিওতে আমরা দেখেছি গতকাল সোমবার দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে নিহত পুলিশের এএসপি আনিসুল করিম কে মারতে মারতে রুমে ঢুকানো হয়। পরে ওই রুমের ফ্লোরে চার জন তাকে হাটু দিয়ে পিঠের ওপর চেপে ধরে এবং বেশ কয়েকজন পিঠ মোরা করে আনিসুলকে ওরনা দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর তার ঘারে ও মাথায় আঘাত করে আসামিরা। একজন মাথার উপর চেপে বসে এবং বাকিরা শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। পরে দুপুর ১২টার দিকে আনিসুল নিস্তেজ হয়ে পড়ে।

তিনি বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িতরা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App