×

সারাদেশ

নিষিদ্ধ ঘোষিত ‘আল্লার দলের এক সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৫:০৫ পিএম

নিষিদ্ধ ঘোষিত ‘আল্লার দলের এক সদস্য গ্রেপ্তার

র‌্যাবের হাতে আটক ‘আল্লার দল’ এর সক্রিয় সদস্য রাজু আহম্মেদ

নিষিদ্ধ ঘোষিত ‘আল্লার দলের এক সদস্য গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা বাজারে অভিযান পরিচালনা চালিয়ে রাজু আহম্মেদ (৩৫) নমে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ সদস্যরা। রাজু আহম্মেদ সদর উপজেলার কুপতলা গ্রামের শহিদার রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার রাজু আহম্মেদের বিরেুদ্ধে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর সন্ত্রাস বিরোধী (সংশোধনী- ২০১৩) আইন, ২০০৯ এর ৬(২) এর (ই), (ঈ)/১০/১২/১৩) গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৩৬। মোঃ রাজু আহম্মেদ পেশায় একজন ইলেকট্রিক ব্যবসায়ী। লেখাপড়ায় এসএসসি অকৃতকার্য। রাজু আহম্মেদ আল্লার দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহাবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের নিকট বায়াত গ্রহণ করেন। মতিন মেহেদীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন যাবৎ সু-কৌশলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে র‌্যাব জানায়। র‌্যাব-১৩, রংপুরের সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু আহম্মেদ দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর গাইবান্ধা অঞ্চল এর সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়াও সে ‘আল্লার দল’ এর নেতা মতিন মেহেদী ও আব্দুল আজিজ এর মতাদর্শের অনুসারী বলেও স্বীকার করে এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর অনুসারীদের নিকট থেকে বায়াত গ্রহণ করে। রাজু নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে ‘আল্লার দল’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App