×

সারাদেশ

৩৯ দিনের শিশুকে কোলে নিয়ে স্বামী হত্যার বিচার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:৫৪ পিএম

৩৯ দিনের শিশুকে কোলে নিয়ে স্বামী হত্যার বিচার দাবি
৩৯ দিনের শিশুকে কোলে নিয়ে স্বামী হত্যার বিচার দাবি
ফুলবাড়ীয়ায় ৩৯ দিনের শিশু পুত্রকে কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত তোফয়েলের স্ত্রী ডলি আক্তার। উপজেলার আছিম তিতারচালা গ্রামের তোফায়েল আহমেদ এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৯ নভেম্বর) সকালে আছিম বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আবেদ হোসেন, ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, নিহতের চাচা আলহাজ্ব মোঃ ইউনুছ আলী মাস্টার, আছিম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম ফারুক, ১২নং আছিম পাটুলী ইউনিয়ন যুব লীগের আহবায়ক মোঃ মফিজ উদ্দিন, যুগ্ম-আহবায়ক মিনহাজ উদ্দিন প্রমুখ। এ সময় বক্তাগণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের সনাক্তপূর্বক গ্রেপ্তার করে তোফায়েলের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত ১০টার সময় আছিম তিতারচালা গ্রামের মৃত সোহরাব আলী মাস্টারের পুত্র তোফায়েল আহমেদ (২৮)কে বাজার ইজারা সংক্রান্ত বিষয়ে মিটিংয়ের কথা বলে পাটুলী গ্রামের মৃত আবুল ফকির এর পুত্র এমদাদুল হক ও বিদ্যানন্দ গ্রামের শাহাবুদ্দিন মেম্বারের পুত্র সোহেল মিয়া বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঐরাত্রেই জঙ্গলবাড়ী (চকপাড়া) জনৈক মোঃ ইউসুফ মুরগীর ফার্মের পূর্বপার্শ্বে তোফায়েলকে মৃত্য অবস্থায় পাওয়া যায়। পরে নিহতের স্ত্রী সদ্য সন্তান প্রসব করায় তার বড়বোন নাজমা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় হত্যামামলা দায়ের করতে গেলে পুলিশ হত্যা মামলা না নিয়ে নাজমাকে দিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করান। ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা না নেয়ায় নিহতের বড় বোনের স্বামী আবুল কালাম বাদী হয়ে এমদাদুল হক (৫০), দুলাল মিয়া (৩৫) এবং সোহেল মিয়া (৩৫) সহ ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে জেলা ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফুলবাড়ীয়া ২নং আমলী আদালতে মামলা দায়ের করেন। এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ আজিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা অপমৃত্যু মামলা নিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর রিপোর্টের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App