×

জাতীয়

শীত বস্ত্র বিতরণে চলছে ইউজিবি’র ফান্ড কালেকশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৮:৩১ পিএম

শীত বস্ত্র বিতরণে চলছে ইউজিবি’র ফান্ড কালেকশন
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছে ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ (ইউজিবি)। আগামী ডিসেম্বরে বাংলাদেশের উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির পরিকল্পনা হাতে নিয়েছে তারা। এই প্রকল্পকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ফান্ড কালেকশন করছে ইউজিবি টিম । সম্প্রতি তাদের প্রথম ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে সাড়াও পেয়েছেন বেশ। পুরো নভেম্বও জুড়ে চলবে ইউজিবি’র এই ফান্ড কালেকশন ক্যাম্পেইন। এই মহৎ উদ্যোগের পাশে থাকার জন্য আহবান জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান জনাব বি. খন্দকার। তিনি বলেন, ইতিমধ্যেই বাংলাদেশে শীতের প্রভাব পরেছে এবং শীত প্রধান অঞ্চলগুলোর অসহায়, দুস্থ মানুষদের দুঃখ, দুর্দশা শুরু হয়ে গেছে। শীতার্ত এ সব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কেননা এই সব মানুষদের আয়ের বেশিরভাগটাই খাদ্যদ্রব্যের পিছনে ব্যয় করে। এ অবস্থায় অনেকের পক্ষেই শীতবস্ত্র কেনা সম্ভব হয় না। তাই সমাজের সর্বস্তরের মানুষের কর্তব্য অসহায়দের শীতবস্ত্র দিয়ে সাহায্য করা। ‘ইউজিবি'র’ মতো অন্যান্য সামাজিক সংস্থা এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে আসলে সমাজের দুস্থ অসহায়রা উপকৃত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App