×

জাতীয়

মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৫:৩১ পিএম

কোভিড-১৯(দ্বিতীয় পর্যায়) বিস্তার রোধে মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপ করে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। অনেক ক্ষেত্রে মাষ্ক ব্যবহারে শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকেও এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এমতাবস্থায়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে কোভিড-১৯ (দ্বিতীয় পর্যায়) এর বিস্তার রোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি সকল বাণিজ্যিক সংগঠন/প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারি এবং এর অধিনস্ত সকল এসোসিয়েশন, জেলা ও উপজেলা চেম্বার/যৌথ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিসমুহ, সমিতি, ফাউন্ডেশন, গ্রুপ ও ফোরাম সমুহে কর্মরত সদস্য ও কর্মকর্তা/কর্মচারির মাষ্ক পরিধান নিশ্চিত করনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গত পহেলা নভেম্বর, ২০২০ তারিখ এ সংক্রান্ত নির্দেশনা প্রদাণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App