×

সম্পাদকীয়

বাইডেনের বিজয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ১২:০১ এএম

৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে জো বাইডেন বাজিমাত করলেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শনিবার রাতে ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে দেয়া বিজয় ভাষণে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অতীতে জো বাইডেনের মতো এত ভোট কেউ পাননি। শুধু তা-ই নয়, জো বাইডেনের রানিং মেট হিসেবে থাকা কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হওয়াও আরেক ইতিহাস। যুুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসই প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভ‚ত ভাইস প্রেসিডেন্ট। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে আমাদের অভিনন্দন। জানা গেছে, পেনসিলভেনিয়া রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার মাধ্যমে ২৭০ ইলেকটোরালের লক্ষ্যমাত্রা পার হন বাইডেন। পেনসিলভেনিয়ার ২০টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে মোট ২৮৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হলেন তিনি। কিছু রাজ্যে এখনো ভোট গণনা চলছে। এর মধ্যে জর্জিয়া ও নেভাদায় এগিয়ে থাকা বাইডেন এ দুই রাজ্যে জিতলে ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পাবেন। বিপরীত দিকে ডোনাল্ড ট্রাম্প গত রাত পর্যন্ত পেয়েছেন ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট। এর ফলে ১৯৯০ সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। এবারের নির্বাচনে যতসংখ্যক মানুষ ভোট দিয়েছেন, ১৯০০ সালের পর আমেরিকার কোনো নির্বাচনে এত মানুষ ভোট দেননি। প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। তাই তার কাজ করা কতটা সহজ হবে তা দেখার বিষয়। বাইডেন যুক্তরাষ্ট্রকে গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে চান। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অনেক বিতর্কিত নীতি বাতিল করে বিশ্বব্যবস্থায় ভারসাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে তার। প্যারিস জলবায়ু চুক্তি, ইরানের সঙ্গে পরমাণু চুক্তিসহ ট্রাম্পের বাতিল করা অনেক আন্তর্জাতিক চুক্তি তিনি পুনর্বহাল করবেন বলে অঙ্গীকার করেছেন। একমেরু বিশ্বের একমাত্র পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি-পদক্ষেপ অনিবার্যভাবেই বিশ্বের অন্য দেশগুলোর রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব ফেলে। মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে সঙ্গত কারণেই বহির্বিশ্বের সজাগ দৃষ্টি ও কৌত‚হল ছিল। হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল না হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক কোনো পরিবর্তনের আশঙ্কা আমরা করছি না। তবে সম্পর্ক আরো জোরদার ও কার্যকর হওয়ার প্রত্যাশা করাই যায়। একই সঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও নতুন মার্কিন প্রেসিডেন্ট ভ‚মিকা রাখবেন এটাও প্রত্যাশিত। বিজয় মঞ্চে দাঁড়িয়ে দীপ্তকণ্ঠে বাইডেন বলেছেন, ‘নির্বাচনী কাজ শেষ হওয়ার পর এখন সময় রাগ, ক্ষোভ, প্রতিক্রিয়া পেছনে ফেলে এক জাতি হিসেবে কাজ করার। এখন সময় আমেরিকার ঐক্যের ও বিজয়ের। বিশ্বের সেরা এ দেশটিকে নেতৃত্ব দেয়া অবশ্যই কঠিন কাজ। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি সব মার্কিনির জন্যই প্রেসিডেন্ট। যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি সবার জন্যই।’ বিশ্ববাসী বাইডেনের ইতিবাচক ভাবনা বাস্তবায়নের অপেক্ষায় থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App