×

শিক্ষা

জাবিতে অনলাইনে নেয়া হবে ভাইভা ও থিসিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০২:৫৪ পিএম

জাবিতে অনলাইনে নেয়া হবে ভাইভা ও থিসিস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের লিখিত পরীক্ষা শেষ হলেও করোনার কারণে মৌখিক পরীক্ষা না হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে নেয়া হবে। একই সঙ্গে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের থিসিস অনলাইনে গ্রহণ করা হবে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক ১ম, ২য়,৩ য়, ৪র্থ বর্ষের ও স্নাতকোত্তর শ্রেণির মৌখিক পরীক্ষা অনলাইনে নেয়া হবে। আর থিসিসের সফট কপি ই-মেইলের মাধ্যমে নিয়ে মূল্যায়ন শুরু হবে। তবে ফল প্রকাশের আগেই থিসিসের হার্ড কপি জমা দিতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন, লিখিতসহ অন্যান্য পরীক্ষা শেষ হলেও মৌখিক পরীক্ষা না হওয়ার কারণে ফল প্রকাশ করা যাচ্ছে না। এ কারণেই অনলাইনে মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে অনলাইনের মাধ্যমে থিসিসের সফট কপি গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App