×

আন্তর্জাতিক

এই সুযোগে ট্রাম্পকে জবাব দিলো সেই স্কুলছাত্রী গ্রেটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৪:০৫ পিএম

এই সুযোগে ট্রাম্পকে জবাব দিলো সেই স্কুলছাত্রী গ্রেটা

গ্রেটা ও ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়েছে ১৭ বছর বয়সী স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। নির্বাচনের মুহূর্তে ভোট চুরির অভিযোগ আনলে ট্রাম্পকে রাগ সামলানোর পরামর্শ দিয়ে একথা বলে গ্রেটা।

টুইটারে দেওয়া পোস্টে গ্রেটা লিখেছে, ‌‘কী হাস্যকর! নিজের রাগ সামলানো নিয়ে কাজ করা উচিত ডোনাল্ডের। তারপর কোনও বন্ধুকে সঙ্গে নিয়ে পুরনো দিনের কোনও ভালো সিনেমা দেখতে যাওয়া উচিত তার! মাথা ঠাণ্ডা রাখ (চিল), ডোনাল্ড, মাথা ঠাণ্ডা রাখ!'

বছরখানেক আগে গ্রেটাকে বিদ্রুপ করে ঠিক একই রকমের একটি টুইট করেছিলেন ট্রাম্প। ওই টুইটে ট্রাম্প বলেছিলেন, ‘কী হাস্যকর! নিজের রাগ সামলানো নিয়ে কাজ করা উচিত গ্রেটার। তারপর কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে পুরনো দিনের কোনো ভালো সিনেমা দেখতে যাওয়া উচিত! মাথা ঠাণ্ডা রাখ, গ্রেটা, মাথা ঠাণ্ডা রাখ!'

এবার দৃশ্যত সেই ভাষাতেই মার্কিন প্রেসিডেন্টকে জবাব দিলো ১৭ বছরের বিশ্বখ্যাত এই পরিবেশ আন্দোলন কর্মী।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে গ্রেটা ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক আগে থেকেই তিক্ত। ২০১৫ সালে বৈশ্বিক উষ্ণতা সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ট্রাম্প। ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প যখন তার পাশ দিয়ে যখন ট্রাম্প হেঁটে যাচ্ছিলেন তখন এ কিশোরীর চোখ রক্তবর্ণ ধারণ করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি গিফে দেখা যায়, গ্রেটা যেভাবে চোখ পাকিয়ে দেখছিলো ট্রাম্পকে, যেন দৃষ্টির আগুনে পুড়িয়ে ফেলবে মার্কিন প্রেসিডেন্টকে।

১৬ বছরের এই কিশোরী প্রথম সবার নজরে আসে গত জানুয়ারিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া তার বক্তব্যের পর। সে বলেছিল, ‘এমনভাবে ব্যবস্থা নিন, যেন নিজে বিপদে পড়েছেন। আমি চাই আপনারা এমনভাবে পদক্ষেপ নিন, যেন আমাদের বাড়িতে আগুন লেগেছে। কেননা সেটাই হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App