×

সাময়িকী

মহামারি কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৭:৪১ পিএম

মহামারি কাল

ঘর সংসার, কমবেশি ধুলোবালি তো জমবেই। ভাইরাস সংক্রামণকাল, বাড়তি যত্ন-আত্তি প্রয়োজন। সংক্রামণ ঠেকাতে বারবার ৪০ সেকেন্ড ঠোঁটে হাসি ধরে রাখুন ক্ষতিকর দীর্ঘশ্বাস থেকে বাঁচতে নাক-মুখ ঢেকে আশ্বাসের মাস্ক ব্যবহার করুন সন্দেহের আগাছা উপরে ফেলতে জীবাণুনাশক না বলা কথাগুলো ভালোবাসার গায়ে স্প্রে করুন কিছুদিন পরপর বিশ্বাস ঝালাই দিতে কয়েক ফোঁটা সৌহার্দ মিশিয়ে কিছু স্মৃতি সম্পর্কের গায়ে ঢেলে দিন তবে ভুলেও ভুলভাল অতীত স্পর্শ করবেন না এতে সম্পর্কে সংক্রামক রোগের প্রতিরোধ কঠিন- বরং কিছু সুখ-আনন্দ, আবেগ-আলো ছিটান তাতে মহামারিকালে ঘর-সংসার জীবাণুমুক্ত হয়ে উঠবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App