×

রাজধানী

বঙ্গবন্ধু নিয়ে লেখা বই পাইরেটেড, চারজনকে কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৮:৫৮ পিএম

বঙ্গবন্ধু নিয়ে লেখা বই পাইরেটেড, চারজনকে কারাদণ্ড

জড়িমানার সময়।

রাজধানীর নীলক্ষেতের বই মার্কেটে অভিযান চালিয়েছ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজ নামচা বই দুটি পাইরেটেড করে বিক্রির অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা শাখার (ডিবি) ধামন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপকশিনার মো. তরিকুর রহমানের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

ডিএমপির এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কিছু অসাধু বই ব্যবসায়ী এ বইগুলো পাইরেটেড কপি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিল। এমন গোপন সংবাদের প্রেক্ষিতেই অভিযান চালানো হয়। এ সময় এক ব্যবসায়ীকে দেড় বছর ও অপর আরেক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও আরো দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ধামন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপকশিনার মো. তরিকুর রহমান বলেন, দোকানগুলো মূল প্রকাশনার বই থেকে নিম্নমানের কাগজে ছাপিয়ে এসব বই বিক্রি করে আসছিল। বঙ্গবন্ধুর বইয়ের পাইরেসি ঠেকাতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App