×

সারাদেশ

বাউফলের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে, একজন বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৬:৫৯ পিএম

বাউফলের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে, একজন বরখাস্ত

কারাগারে থাকা তিন ইউপি চেয়ারম্যান

বাউফল উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার এক মামলায় বাউফলের কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) এঘটনা ঘটে। অপরদিকে খুন মামলায় উপজেলার কেশবপুর ও দাসপাড়া ইউপি চেয়ারম্যানও কারাগারে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সারের ডিলার নিয়োগ ও কালোবাজারে সার বিক্রির অভিযোগে গ্রেপ্তারকৃত সার বিক্রেতার পক্ষে তদন্ত প্রতিবেদন দেয়ার জেরে কনকদিয়া ইউপি চেয়ারম্যানের সাথে গত ২৯ অক্টোবর একই এলাকার বাসিন্দা বাউফল উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিন মোল্লার কথা কাটাকাটি হয়। এঘটনায় আনছার উদ্দিন তাকে লাঞ্চিত করেছেন অভিযোগ এনে গত ৩০ অক্টোবর চেয়ারম্যানের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চেয়ারম্যান শাহিন পলাতক থাকলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সারে ৫টায় উপজেলার বগা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মহিবুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করে। এরপর তাকে পটুয়াখালীর সিনিয়র জুডিশিযাল ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাব উদ্দিনের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত জামিন বাতিল করে তাকে জেল হাজতে পাঠায়। অপরদিকে বাউফলের কেশবপুর ইউনিয়নে গত ২ আগস্ট জোড়া খুনের প্রধান আসামি কেশবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরী ১ নভেম্বর এক চিঠির মাধ্যমে সাময়িক বরখাস্ত করেছেন। বিষয়টি বাউফল উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেছেন। চেয়ারম্যান মহিউদ্দিন লাভুও বর্তমানে জেল হাজতে রয়েছেন। এদিকে গত ২৪ মে বাউফলে যুবলীগ কর্মী তাপস দাস হত্যা মামলার আসামি উপজেলার দাসপাড়া ইউপি চেয়ারম্যানএম.এন. জাহাঙ্গীর হোসেন উচ্চ আদালতের জামিন শেষে গত ২২ অক্টোবর পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হলে তাকেও জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App