×

সারাদেশ

ছাগলকে জোর করে অটোরিকশায় তুলতে গিয়ে ধরা খেল ৩ চোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১০:২১ পিএম

ছাগলকে জোর করে অটোরিকশায় তুলতে গিয়ে ধরা খেল ৩ চোর

কিশোরগঞ্জের তাড়াইলে ছাগল ও অটোরিক্সাসহ ৩ ছাগল চোরকে গ্রেপ্তার করেছে তাড়াইল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ অক্টোবর  শনিবার বিকেল ৫টার দিকে  উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর করাতি গ্রামে মুরশেদ খানের পতিত জমির পাশে পাকা রোডে ৩ জন মিলে ১টি ছাগলকে জোর করে অটোরিক্সায় উঠানোর সময়  এলাকাবাসীর সন্দেহ হয় এবং তাদের ধাওয়া করে। এ সময় এলাকাবাসী ৩ চোরকে  ১টি ছাগল ও  অটোরিক্সাসহ আটক করে থানায় খবর দেয়। ছাগলটির আনুমানিক বাজার মূল্য ৪ হাজার টাকা।

খবর পেয়ে তাড়াইল থানার উপ-পরিদর্শক  আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে  করাতি গ্রামে জনতার হাতে আটক ৩ চোরকে ছাগল ও অটোরিক্সাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মো. সোহেল মিয়া (২৫), পিতা: আ. মান্নান, গ্রাম: পূর্ব সহাশ্রম, গচিহাটা, কটিয়াদি, (২) মো. দেলোয়ার হোসেন (২৩), পিতা আ. কদ্দুছ, গাইটাল, কিশোরগঞ্জ। (৩) সানোয়ার হোসেন (২২), পিতা: আবুল কাশেম, ঠিকানা: নতুন জেলখানা রোড, কিশোরগঞ্জ।

তাড়াইল থানার উপ-পরিদর্শক  আসাদুজ্জামান জানান,তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজুু করার পর ৩ চোরকে আজ ১ নভেম্বর রবিবার সকালে  কিশোরগঞ্জ কোর্ট  হাজতে  প্রেরণ করা হয়েছে। ছাগল ও অটোরিক্সাটি থানায় হেফাজতে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App