×

সারাদেশ

ওয়াহিদা খানম হত্যাচেষ্টা মামলার তদন্ত শেষ পর্যায়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১০:১৩ এএম

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা মামলার তদন্ত শেষ পর্যায়ে। যে কোনো সময় আদালতে অভিযোগপত্র পেশ করার প্রস্তুতি চলছে। দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক আবু ইমাম জাফর জানান, এই চাঞ্চল্যকর মামলার তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে। এখন মামলার সংগ্রহ করা আলামত, সাক্ষীদের জবানবন্দি এবং ঘটনার সার্বিক বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে অভিযোগপত্র প্রদানের জন্য সাক্ষ্য স্মারকলিপি প্রস্তুতের কাজ চলছে। সাক্ষ্য স্মারকলিপি পুলিশ সুপারের কাছে পেশ করা হবে। পুলিশ সুপার কার্যালয় থেকে অনুমতি পেলেই শিগগির আদালতে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের আসামি হিসেবে শনাক্ত করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র পেশ করা হবে। পুলিশের সূত্র জানায়, মামলাটি ডিবি পুলিশ পরিদর্শক আবু ইমাম জাফর তদন্ত করছেন। মামলার সার্বিক তদন্ত তদারকির দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম। এ পর্যন্ত এই মামলায় ৭ জন সাক্ষীকে আদালতে বিচারকের কাছে সোপর্দ করে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এছাড়া এ ঘটনার বিষয়ে প্রায় ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। একজন আসামি ঘোড়াঘাট উপজেলা পরিষদের বরখাস্তকৃত চতুর্থ শ্রেণির কর্মচারী মো. রবিউল ইসলাম বিচারকের কাছে অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ইউএনও ওয়াহিদা খানমের রক্তমাখা বিছানার চাদর, পরিধানের বস্ত্র এবং তার আহত বাবার পরনের কাপড় ও গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলামের ঘটনার সময় পরনে থাকা রক্তমাখা প্যান্ট সিআইডির রাসায়নিক বিভাগে পরীক্ষা করে পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। সব মিলিয়ে তদন্ত এখন শেষ পর্যায়ে। যে কোনো সময় আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। উল্লখ্য, গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলার তৎকালীন ইউএনও ওয়াহিদা খানমকে তার বাসায় প্রবেশ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে এবং তার বাবা ওমর আলী শেখকে গুরুতর জখম করে। এ ঘটনায় ইউএনওর বড় ভাই পুলিশ কর্মকর্তা ফরিদউদ্দিন শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর সারাদেশে এর প্রতিবাদে ও বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে ডিবি পুলিশকে নিয়োজিত করে তদন্ত কাজ শুরু করা হয়। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো রবিউল ইসলাম, নাহিদুল ইসলাম পলাশ, নবীরুল ইসলাম, আসাদুল হক ও সেন্টু দাস। গ্রেপ্তারকৃতরা দিনাজপুর জেলা কারাগারে আটক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App