×

জাতীয়

সাত মাস পর খুলেছে চিড়িয়াখানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০১:০৬ পিএম

সাত মাস পর খুলেছে চিড়িয়াখানা

চিড়িয়াখানা (ফাইল ছবি)

করোনা ভাইরাসের কারণে সাত মাস বন্ধ থাকার পর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার দরজা খুলেছে আজ রবিবার। তবে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে চিড়িয়াখানায়। করোনা মহামারির শুরুতে গত ২০ মার্চ বন্ধ করে দেয়া হয় জাতীয় চিড়িয়াখানা। দীর্ঘ বিরতিতে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে চিড়িয়াখান। গতকাল পর্যন্ত চলেছে শেষ মুহূর্তের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকেট কাউন্টারের সামনে তিন ফুট দূরত্ব বজায় রেখে আঁকা হয়েছে বৃত্তাকার চিহ্ন, টানানো হয়েছে সতর্কতামূলক ব্যানার। সামাজিক দূরত্ব বজায় রাখতে দর্শনার্থীদের একমুখী পথের দিক-নির্দেশনা দেয়া হয়েছে। চিড়িয়াখানার ভেতরে ডিজিটাল ডিসপ্লেতে দেখানো হচ্ছে করোনা ভাইরাসের সতর্কবার্তা। দর্শনার্থীরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতেই পাবেন হাত ধোয়ার বেসিন, যেখানে সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে। তবে, ষাটোর্ধ্ব ব্যক্তিরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আবদুল লতিফ জানিয়েছেন, দর্শনার্থীরা প্রবেশের সময় ফুটপাত ব্যবহার করবেন, সেখানে জীবাণুনাশক দেয়া আছে। প্রবেশের আগে থার্মাল স্ক্যানারের তাদের তাপমাত্রা মাপা হবে। অবশ্য যে শর্তগুলো মেনে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা খোলার অনুমতি দিয়েছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, তাতে প্রবেশ ফটকে জীবাণুনাশক টানেল বসানোর নির্দেশনা থাকলেও তা দেখা যায়নি। এ বিষয়ে কিউরেটর জানান, এটি নিয়ে আসলে বিতর্ক রয়েছে, সেজন্য আমরা তা বাদ দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ ব্যাপারে নিরুৎসাহিত করেছে। সংস্কার কাজের অংশ হিসেবে চিড়িয়াখানার মূল ফটকটি নতুন করে করা হয়েছে। মূল ফটক, ভেতরের রাস্তাসহ অন্যান্য স্থাপনায় এখন চলছে শেষ সময়ের সজ্জার কাজ। প্রাণীদের নিরাপত্তা খাঁচায়ও চলছে ঝালাইয়ের কাজ। সংস্কার করা হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থার। সব মিলিয়ে পুরো চিড়িয়াখানা এখন প্রস্তুত দর্শনার্থীর অপেক্ষায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ করা যাবে। যেখানে প্রাণিবিজ্ঞান জাদুঘরে দর্শনার্থীরা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিনামূল্যে আলোকচিত্রও দেখতে পারবেন। দীর্ঘদিন পর চিড়িয়াখানা খুললেও করোনা ভাইরাসের কারণে দর্শনার্থীর সংখ্যার সঙ্গে সীমিত করা হয়েছে পরিদর্শনের সময়ও। আগে দিনে আট ঘণ্টার জায়গায় এখন ৬ ঘণ্টা খোলা থাকবে। পরিস্থিতির অবনতি হলে চিড়িয়াখানা আবার বন্ধ করে দিতে পারে কর্তৃপক্ষ। যেসব নিয়ম মানতে হবে দর্শনার্থীদের : চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের প্রবেশের সময় অমোচনীয় রঙ দিয়ে চিহ্নিত বৃত্তাকার স্থানে অবস্থান করতে হবে। প্রবেশ ফটকে ফুটপাত ব্যবহার করতে হবে। ভেতর প্রবেশের পর দিকনির্দেশক অনুসরণ করে একমুখী পথ ব্যবহার করতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। ভেতরে ভিড় বা জটলা করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App