×

মুক্তচিন্তা

সামনে সময় সচেতনতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১০:৫০ পিএম

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আগামীকাল থেকে ১০ দিনের চিরুনি অভিযান শুরু করছে। চলতি বছর অক্টোবরে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি দেখা যায়। তাই নভেম্বরকে পিক টাইম হিসেবে ধরা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্টরা গুরুত্ব দিচ্ছেন। করোনা সংকটে ডেঙ্গু বিষয়টি অনেকটা ঢিলেঢালা ছিল। এমন পরিস্থিতি হলে ডেঙ্গু প্রাদুর্ভাবে অনেক মানুষের প্রাণহানির শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য বিশ্লেষণে দেখা যায় জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ছিল ১৯৯ জন। কিন্তু গত বছর জানুয়ারি মাসে হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। ফেব্রুয়ারি-মার্চেও ডেঙ্গু রোগী গত বছরের চেয়ে বেশি ছিল। করোনার কারণে লকডাউন শুরু হলে ডেঙ্গু রোগী কমতে থাকে। এই অবস্থা চলতে থাকে জুলাই পর্যন্ত। আগস্টে ডেঙ্গু রোগী বেড়ে যায়। ওই মাসে মোট রোগী ৬৮ জন। একজন মারা যান। সেপ্টেম্বরে রোগী কিছুটা কমে। ওই মাসে মোট রোগী ৪৭ জন। কিন্তু অক্টোবরে রোগী বেশ বেড়ে যায়। অক্টোবরে মোট ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন। পরিসংখ্যানাটি উদ্বেগের। এখনই মশক নিধনে যথাযথ পদক্ষেপ নেয়া না হলে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। চিকিৎসকরা বলছেন, যথাযথ নিয়ন্ত্রণ প্রক্রিয়া অনুসরণ ও জনসচেতনতা সৃষ্টি হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। এখনো ডেঙ্গু জ্বরের কোনো প্রতিষেধক বের করতে পারেনি সরকার। ডেঙ্গু থেকে রেহাই পেতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে। আইইডিসিআরের তথ্য মতে, সাধারণত জুন-জুলাই থেকে শুরু করে অক্টোবর-নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুর বিস্তার থাকে। সাধারণত মশক নিধন কার্যক্রমের স্থবিরতা, গাইডলাইনের অভাব এবং মানুষের অসচেতনতাই ডেঙ্গুর প্রকোপের জন্য দায়ী। হঠাৎ থেমে থেমে স্বল্পমেয়াদি বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা খুব বেশি মাত্রায় প্রজনন সক্ষমতা পায়। ফলে এডিস মশার বিস্তারও ঘটে বেশি। এ মশা যত বেশি হবে ডেঙ্গুর হারও তত বাড়বে। উৎস বন্ধ না করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি থেকেই যাবে। গত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ চলাকালীন এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছিল। এরপর দুই সিটি মশক নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম পরিচালনা করেছে সেগুলো ছিল কিউলেক্স মশা নিয়ন্ত্রণ কার্যক্রম। এডিস মশা নিয়ন্ত্রণে দুই সিটির তেমন কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে দেখা যায়নি। চলতি মাসে দুই সিটি করপোরেশন এডিস মশা নিয়ন্ত্রণে টেকসই কার্যক্রম বাস্তবায়ন করতে পারলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিপাত হলে এ সমস্যা আরো বাড়বে। কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কাজেই দেরি না করে আমাদের এ ব্যাপারে ব্যবস্থা নেয়া প্রয়োজন। প্রথমত, সবখানে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশন এডিস নিধন এবং এডিসের বংশবিস্তার রোধে জোরদার অভিযান পরিচালনা করবে এ প্রত্যাশা নগরবাসীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App