×

সারাদেশ

রৌমারীতে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিপাকে নিম্নআয়ের মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৯:৩৪ পিএম

রৌমারীতে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিপাকে নিম্নআয়ের মানুষ

ফাইল ছবি

কুড়িগ্রামের রৌমারীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আলুসহ লাগামহীন মুল্য বৃদ্ধিতে বিপাকে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রশাসনের বাজার মনিটরিং না থাকার সুযোগে সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ী মহল বাজারে কৃত্রিম সংকট তৈরী করে আলু, আদা, রশুন, পেয়াজ, ও তৈলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য প্রতিদিন ব্যাপকভাবে বৃদ্ধি করেই চলছে। সরকাররি ভাবে আলুর দাম পাইকারি মুল্য ৩৫ টাকা নিধারন করে দিলেও স্থানীয় ব্যবসায়ীরা তা মানছেন না। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার রৌমারী, কর্তিমারী, বড়াইকান্দি, দাঁতভাঙ্গাসহ ছোট বড় বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, পেয়াজ, রশুন, আদা, আলু,ও তৈলসহ প্রায় সব কিছুরই মূল্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজার মুল্য গোল আলু প্রতি কেজি ৫০, করলা ১০০, ফুল কপি ১০০, শসা ৫০, বইয়ে কচু ৪৫, পটল ৭০, বেগুন ৮০, ঢেড়স ৭০, পেপে ৪৫, কাঁচা মরিচ ২০০, পিয়াজ ১০০,আদা ১৮০ ও রসুন ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত মাসের বাজার দরের চেয়ে দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। রৌমারী হাটে বাজার করতে আসা সাইদুর রহমান বলেন, কয়েক দিন পর বাজারে এসে প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি দেখে অবাক হয়ে গেলাম। তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, যদি এভাবে জিনিসের মূল্য বৃদ্ধি পায় তাহলে আমরা কি খেয়ে বাঁচব। রৌমারী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, মহাজনেরা দাম বেশি ধরে। তাই সিমিত লাভে আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল বৃদ্ধির বিষয়ে রৌমারী বাজার আলু ব্যবসায়ী জিলাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের কুড়িগ্রাম ও রংপুর থেকে আলু কিনে রৌমারী বাজারে বিক্রি করতে হয়। আর এতে গাড়ি ভাড়া, কুলি ও নৌকা ভাড়া দিয়ে সিমিত লাভ হয়। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, এবিষয়ে আমার কাছে অভিযোগ আকারে এসেছে, বাজারে দ্রব্য মুল্যের দাম বেশি করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App