×

সারাদেশ

ফুলবাড়ীয়ায় সবজির বাজার চড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ০৬:০৪ পিএম

ফুলবাড়ীয়ায় সবজির বাজার চড়া
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের বাজারসহ ইউনিয়নের ছোট বড় হাট বাজারগুলোতে লাগামহীন চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি। ৫০টাকার কেজি দরের কমে গ্রামাঞ্চলের বাজারগুলোতে কোনো সবজি ক্রয় করতে পাচ্ছেন না গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। উপজেলার শিবগঞ্জ, কেশেরগঞ্জ, আছিম,সুয়াইতপুর,শুশুতি, দেওখলা, হাটকালীর বাজার ঘুরে দেখাযায় সরকার নির্ধারিত প্রতি কেজি আলুর মূল্য ৩৫ টাকা হলেও খুচরা বিক্রি হচ্ছে ৪০/৬০ টাকা। এছাড়া পোটল ৬০, করলা ৬০, বেগুন ৬০, পেঁয়াজ ৮০/৯০ টাকা কপি ১০০, শিম ১২০, কাঁচা মরিচ ১৬০/ ২০০টাকার বিক্রি হচ্ছে। শিবগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী হয়রত আলী জানান, এ মৌসুমে সবজি চাষীরা বৃষ্টির কারণে আশানুরূপ সবজি ফলাতে পারেনি। এছাড়া দীর্ঘদিন বৃষ্টি থাকায় একাধিকবার সবজির বীজ বপন করার পরও তা নষ্ট হয়ে গেছে। তাই সবজির ফলন কম হওয়ায় বাজারে উঠছে কম। তাই বাজারে সবজির দাম চড়া। তার পারও গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবজির বাজার কিছুটা কমেছে। বৈলাজান গ্রামের ভ্যান চালক ছিদ্দিক মিয়া বলেন,সারাদিন ৩০০থেকে ৩৫০ টাকা কামাই তারমধ্যে সবজি কিনতেই খরচ হয় ২০০/২৫০ টাকা। সরকারিভাবে যদি খোলা বাজারে আলুসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় করা হতো, তাহলে আমরা উপকৃত হতাম। মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারির আভাবে পাইকারি এবং খুচরা পর্যায়ে বিক্রেতা সরকার নির্ধারিত দর অমান্য করে কিছুটা নিজের (চড়া) দামে বিক্রেতারা সবজি বিক্রি করছে। ফলে খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষরা বাধ্য হয়ে ওই দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন বলেন অনেকে মনে করছেন। এ ব্যাপারে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন হাট ও বাজারে অভিযান চলমান আছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App