×

বিনোদন

সাকিবের নিষেধাজ্ঞায় দ্বিগুণ কষ্ট পেয়েছিলাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৫:২২ পিএম

সাকিবের নিষেধাজ্ঞায় দ্বিগুণ কষ্ট পেয়েছিলাম

আসিফ আকবর/ফাইল ছবি

সাকিবের নিষেধাজ্ঞায় দ্বিগুণ কষ্ট পেয়েছিলাম

আসিফ আকবর

তিনি যত বড় তারকা, তত বেশি বিতর্কও তাকে ঘিরে। ক্যারিয়ার শুরুর পর থেকেই নানা সময় নানা বিতর্ক ঘিরে ছিল সাকিব আল হাসানকে। সর্বশেষ বিতর্ক, যে কোনো ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা। যদিও নিষেধাজ্ঞাটা ছিল দুই বছরের জন্য। কিন্তু আইসিসি শুরুতেই এক বছর কমিয়ে দেয় তদন্তকাজে সহযোগিতার জন্য। সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার (২৮ অক্টোবর)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ক্রিকেটে অংশ নিতে পারবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সাকিবের ফিরে আসার এই মুহূর্তে তাকে অভিনন্দন ও দোয়া জানিয়েছেন দেশের নন্দিত গায়ক আসিফ আকবর। তিনি আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে নিয়ে লিখেছেন। তিনি লেখেন, ‘এক আশরাফুলকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। সেই কষ্ট দ্বিগুণ করলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সাকিব-আশরাফুল দুজনই আমার অত্যন্ত স্নেহের। আজ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান... সব টাইগারের সাবধান থাকতে হবে জুয়াড়িদের খপ্পড় থেকে। যে কোনো ধরনের অস্বাভাবিক তৎপরতা দেখলে ম্যানেজমেন্টকে জানাতে হবে। আমরা আর কোনো ইনফর্ম টাইগারকে হারাতে চাই না। সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় জাতি।’ তিনি সাকিবের জন্য শুভ কামনা জানিয়ে লিখেছেন, ‘সাকিব- আমরা তোমার সঙ্গে ছিলাম আছি থাকবো। তুমি শুধু খেলে যাও দেশের জন্য। আমরা তোমাকে ভালোবাসি... জন্মগত এলার্জি রোগী হেটার্সদের চিন্তা মাথায় না রেখে দেশকে যেন সার্ভিস দিতে পারো এ দোয়া করি মন থেকে। মনে রেখ বৃক্ষ বড় হলে ঝড়ের ঝাপটা সহ্য করেই টিকে থাকতে হয়। তুমি এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি... শাবাশ বাংলাদেশ... ভালোবাসা অবিরাম...’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App