×

সারাদেশ

ইন্টারনেট সংযোগ না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৪:২৯ পিএম

ইন্টারনেট সংযোগ না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

প্রতীকী ছবি

বাড়িতে ইন্টারনেট সংযোগ না নেয়ায় পাবনার চাটমোহরে গলায় ফাঁস নিয়ে মুশফিক খাঁন ওরফে তাছিম (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সে ওই মহল্লার দুবাই প্রবাসী মজিদ খাঁনের ছেলে ও ডি এ জয়েন উদ্দিন কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণীর ছাত্র। মা মমতাজ বেগমও একই স্কুলের শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, মুশফিক খাঁন নামে ওই স্কুল ছাত্র বেশ কিছুদিন ধরে গেম খেলার জন্য বাড়িতে ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই) কানেকশন নেওয়ার জন্য আবদার করে আসছিল। কিন্তু ছেলে বখে যাবে বা পড়াশোনা করবে না এই ভেবে স্কুল শিক্ষিক মা মমতাজ বেগম ইন্টারনেট সংযোগ না নেয়ায় বুধবার সকালে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর মমতাজ বেগম পাশেই তার বাবার বাড়িতে গেলে এই সুযোগে অভিমান করে মুশফিক ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস নেয়। পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনরা। পরে মুশফিককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App