×

খেলা

অবশেষে পদত্যাগ করলেন বার্সা সভাপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৫:০৫ পিএম

অবশেষে পদত্যাগ করলেন বার্সা সভাপতি

বোর্ড মিটিংয়ে বুধবার রাতে বার্সা সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন বার্তামেউ

দুদিন আগেও বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ গোল ডটকমের সঙ্গে এক আলাপচারিতায় জানিয়েছিলেন তিনি কখনোই বার্সার সভাপতির পদ থেকে পদত্যাগ করার কথা চিন্তাও করেন না। তবে দুদিন পেরুতে না পেরুতেই পদত্যাগ করার চিন্তা মাথায় ঢুকিয়েছেন তিনি। আর এতে করে সবশেষে প্রায় ৬ বছরের মতো সভাপতির দায়িত্ব পালন করার পর পদত্যাগ করলেন তিনি।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনা ক্লাবের পারফর্মেন্স ও মেসি ইস্যু নিয়ে প্রচন্ড চাপে ছিলেন বার্তামেউ। চারদিক থেকে তার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছিল পদত্যাগ করার জন্য। কিন্তু তিনি আগামী মার্চ মাস পর্যন্ত তা আঁকড়ে ধরে রাখতে চেয়ে ছিলেন। তবে ক্লাবের সমর্থকরা নো কনফিডেন্স ভোটের মাধ্যমে বার্তামেউকে সরানোর পরিকল্পনায় ছিলেন। আগামী ১ নভেম্বর এ ব্যাপারে ভোট হওয়ার কথা ছিল।

এদিকে বার্তামেউয়ের সময়ে ভালোই সফলতা পেয়েছে বার্সেলোনা। এই সময়ের মধ্যে তারা তিনবার লা লিগার শিরোপা জয় করেছে। সঙ্গে এক মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App