পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে শারীরিক ভাবে লাঞ্চিত হয়েছেন ভোরের কাগজের পার্বতীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে পার্বতীপুর- ফুলবাড়ি সড়কের এরশাদ নগরে এ ঘটনা ঘটে। তার অপরাধ সন্ত্রাসী কর্মকান্ডের ভিডিও ধারণ করা।
এরশাদ নগরের মানিকসহ ৬/৭ সন্ত্রাসী তার দুটি মোবাইলফোন সেট ছিনিয়ে নেয়, চশমা ভেঙে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্চিত করে। এতে তিনি আহত হন। ঘটনাস্থলে পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ একদল পুলিশ উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে তারা এগিয়ে আসেনি। পরে একজন কনস্টেবল তাকে উদ্ধার করে।
ঘটনার প্রায় ৩ ঘন্টা পর পার্বতীপুর ইয়াং স্টার ক্লাবের সভাপতি আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের হস্তক্ষেপে একটি মোবাইল ফোন সেট উদ্ধার হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।