×

সারাদেশ

পরকিয়ার জেরে খুন হয় সমাজসেবা কর্মী ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০, ০৩:০৬ পিএম

মেহেরপুরে সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় আরেক ফারুক হোসেন নামের এক আসামিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকার একটি স্থান থেকে তাকে আটক করে সোমাবার মেহেরপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আসামি ফারুক হোসেন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দেয়।

বিষয়টি মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান নিশ্চিত করে বলেন, দুই ফারুকের বয়সের বেশ পার্থক্য থাকলেও তারা দু-জন বন্ধু ছিলেন। আসামি ফারুক ৭-৮ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসে ছিলেন। এই সুবাদে নিহত ফারুক আসামি ফারুকের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ৪ মাস আগে মালয়েশিয়া থেকে ফিরে বিষয়টি আসামি ফরুক টের পেলে নিহত ফারুককে নিষেধ করে। স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক থেকে সরে না যাওয়ায় ক্ষুদ্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করে আটক ফারুক হোসেন।

এ হত্যাকাণ্ডের সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে এবং তাদেরও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি শাহ দারা খান।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের তাঁতীপাড়ায় মেহেরপুর সমাজসেবা অফিসের মাঠ কর্মি ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন স্ত্রী নাজমা খাতুন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App