×

সারাদেশ

শত্রুর বিষে ১৫ লাখ টাকার মাছ শেষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৪:৫২ পিএম

শত্রুর বিষে ১৫ লাখ টাকার মাছ শেষ

এভাবেই নিধন করা হয় মাছ

নওগাঁর আত্রাইয়ে দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতের কোন এক সময় উপজেলার পাইকড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ আক্টোবর) সকালে পুকুরের মাছ মরে ভাসতে দেখে প্রতিবেশীরা পুকুর লিজকৃত সমিতির লোককে খবর দিলে তারা এ বিষয়ে থানায় খবর দেয়।

লিজকৃত সমিতি সূত্রে জানা যায়, দুটির মধ্যে একটি সরকারী পুকুর তিন বছর মেয়াদে ১০ লাখ টাকায় এবং অপরটি মালিকানা ৫ লাখ টাকায় ইজারা নেয় পাইকড়া মৎস্যজীবী সমিতি। পুকুর লিজ নিতে না পেরে স্থানীয় কিছু প্রভাবশালী মহল তাদের স্বার্থ সিদ্ধিতে ব্যাহত হওয়ায় গত বছর মাছ বিক্রির উপযোগী হলে রাতের আধারে বিষ দেয় তারা। অনুরুপভাবে এবারের ব্যাপক বন্যায় ভেসে যাওয়ার থেকে কোনোমতে মাছ রক্ষা করতে পারলেও দুর্বৃত্তের হাত হতে বাঁচাতে পারলো না পুকুরের মাছ। রাতের আধারে পুকুরে বিষ দিয়ে লাখ লাখ টাকার ক্ষতি করেছে তারা।

সমিতির সভাপতি শ্রীপদ প্রাং জানান, আমরা গরীব মানুষ খোলা জলাশয়ে মাছ মেরে এবং সমিতির মাধ্যমে পুকুর লিজ নিয়ে জীবিকা নির্বাহ করি। শত্রুতামূলক পুকুরে বিষ দিয়ে আমাদের পথে বসিয়ে দিলেন। আমরা কোথায় যাব কী খেয়ে বাঁচবো।

আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। সমিতির লোকদের অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে আইনগত সার্বিক সহযোগিতা দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App