×

শিক্ষা

আগের নিয়মেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ০৮:২৮ পিএম

আগের নিয়মেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা আগের নিয়মে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর চারুকলা ইনস্টিটিউটে উপাচার্য প্রফেসর ড: শিরীন আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল ইসলাম জানান, চবির ২০২০-২১ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের স্বশরীরে অংশগ্রহণ করতে হবে। আগের মত ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রের পরীক্ষা হবে। ভর্তিচ্ছু প্রার্থীকে পরীক্ষার হলে উপস্থিত থেকেই এ পরীক্ষা দিতে হবে।

তবে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফল বিবেচনা করা হবে কিনা এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এইচএসসির ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটি এ ব্যাপারে পুর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে বলেও চবি' র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App