ভিডিও কনফারেন্সে ডেপুটি স্পিকার
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মুক্তিযোদ্ধারা চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে জানতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্যে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন বলেছেন, মহামারি করোনা ভাইরাস কালীন কোন মানুষই না খেয়ে থাকেনি। ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপির প্রচেষ্টায় সাঘাটায় অনেক উন্নয়ন অব্যাহত রয়েছে।
আলোচনা সভার আগে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে ১২ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পতাকা উত্তোলন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।