×

জাতীয়

সিনহা হত্যা মামলা নিয়ে যা বললেন র‌্যাবের ডিজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৯:৫৫ পিএম

সিনহা হত্যা মামলা নিয়ে যা বললেন র‌্যাবের ডিজি

চৌধুরী আবদুল্লাহ আল মামুন

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, মামলাটির তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে। তদন্তের স্বার্থে আর কিছু বলা সমীচীন হবে না।

গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়। ঘটনাটির সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপরেই কক্সবাজারে এসপি থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের পুলিশ সদস্য সকলকেই বদলি করে দেশের অন্যান্য জায়গায় পদায়ন করে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App