×

জাতীয়

বাড়তে পারে ছুটি, সিদ্ধান্ত ২৯ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৬:০৪ পিএম

বাড়তে পারে ছুটি, সিদ্ধান্ত ২৯ অক্টোবর

ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ানো হবে কি-না এবং বাড়লে কতদিন বাড়বে এ বিষয়ে সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জানানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। এ অবস্থায় শিক্ষার্থীদের অনলাইন, টেলিভিশিন, রেডিও পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

করোনা পরিস্থিতি বিবেচনা করে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ইতোমধ্যে প্রাথমিকের সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষার সঙ্গে বাতিল করা হয়েছে বার্ষিক পরীক্ষাও।

আগামী নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসের পাঠদান কার্যক্রম শুরু হবে। ৩০ কার্যদিবসের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করা হবে। তার ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App