×

সাহিত্য

রুশ কবি সের্গেই ইয়েসিনিনের জন্মবার্ষিকী উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৯:১৩ পিএম

রুশ কবি সের্গেই ইয়েসিনিনের জন্মবার্ষিকী উদযাপন

আরসিএসসি অনলাইনে সাহিত্য আড্ডা।

রুশ কবি সের্গেই ইয়েসিনিনের জন্মবার্ষিকী উদযাপন

রুশ কবি সের্গেই ইয়েসিনিন।

রুশ কবি সের্গেই ইয়েসিনিনের ১২৫ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের (আরসিএসসি) আয়োজনে এ জন্ম বর্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ উপলক্ষে আরসিএসসি অনলাইনে একটি সাহিত্য আড্ডার আয়োজন করে।

আয়োজনে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন আরসিএসসি'র পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ। রুশ কবি সের্গেই ইয়েসিনিনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন এবং একটি ভিডিও উপস্থান করেন আরসিএসসি'র রুশ ভাষা কোর্সের শিক্ষক ইয়াসমীন সুলতানা।

[caption id="attachment_248374" align="aligncenter" width="576"] রুশ কবি সের্গেই ইয়েসিনিন।[/caption]

আয়োজনে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিচারণ করা হয় এবং তার কবিতা বাংলায় অনুবাদ করে পাঠ করা হয়। এসময় সের্গেই ইয়েসিনিনের কবিতা প্রেমীরা অনলাইন আড্ডায় যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র রুশ সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের অবস্থিত রুশ ভাষা, কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি প্রচার-প্রসার এবং পরিচিতির লক্ষে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক কেন্দ্র। একইসঙ্গে রাশিয়ায় উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App