×

স্বাস্থ্য

বিএসএনের সভাপতি নির্বাচিত ডা. কনক কান্তি বড়ুয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০২:০২ পিএম

বিএসএনের সভাপতি নির্বাচিত ডা. কনক কান্তি বড়ুয়া

ডা. কনক কান্তি বড়ুয়া

বিশিষ্ট নিউরোসার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পঞ্চম বারের মতো বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের (বিএসএন) সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মো. জয়নুল ইসলাম।

বৃহস্পতিবার সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩টি পদের মধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. শেখ সাদের হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ডা. আখলাখ হোসেন খান, কোষাধ্যক্ষ ডা. মো. শফিউল আলম এবং বৈজ্ঞানিক সম্পাদক ডা. সুদীপ্ত কুমার মুখার্জী। ভোটযুদ্ধে বিজয়ী হয়েছেন যুগ্ম-সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মো. শাহানেওয়াজ বারী। ভোটের মাধ্যমে সোসাইটির কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. এসএম নোমান খালিদ চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. কে. এম. তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. এসআইএম খাইরুন নবী খান, ডা. মুনসুর আহমেদ এবং ডা. কর্নেল মো. আমিনুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App