×

বিনোদন

ফ্রিতে নেটফ্লিক্স দেখার সুযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৪:০০ পিএম

ফ্রিতে নেটফ্লিক্স দেখার সুযোগ

নেটফ্লিক্স

ফ্রিতে নেটফ্লিক্স দেখার সুযোগ
ফ্রিতে নেটফ্লিক্স দেখার সুযোগ

নেটফ্লিক্স। ফাইল ছবি

এবার নেটফ্লিক্স দেখা যাবে বিনামূল্যে। নিজেদের প্রচার বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে প্লাটফর্মটি। তবে সেটি দীর্ঘস্থায়ী হবে না। প্রথম অবস্থায় নির্দিষ্ট কিছু দেশে ৪৮ ঘণ্টা ফ্রি নেটফ্লিক্স দেখার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এজন্য কোনো শর্ত লাগবে না বলে আপাতত জানা গেছে। এ খবর এরই মধ্যে হৈ চৈ ফেলে দিয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির চলতি বছরের ত্রৈমাসিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। সেদিনই এমন তথ্য জানান প্রতিষ্ঠাটির সিওও এবং প্রধান বিজ্ঞাপন কর্মকর্তা গ্রেগ পিটারস।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটার বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে ৪৮ ঘণ্টা ফ্রি সাইনআপের এই যাত্রাটি ভারত দিয়ে শুরু করবো। এ পদক্ষেপটি নিয়ে অনেক আশাবাদী। নিশ্চয় ভালো কিছু হবে। আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চাই।

বর্তমানে যতগুলো দেশে নেটফ্লিক্স ব্যবহার হয় তার সবগুলোতেই আমরা এক সপ্তাহ পর পর এই সুযোগটি করে দেওয়ার চেষ্টা করবো।’

‘স্ট্রিম ফেস্ট’ নামক এই বিশেষ অফারটি বিনামূল্যে দুদিন নেটফ্লিক্স দেখার সুযোগ দেবে বলে জানান পিটার। তিনি যোগ করেন, এই সুযোগটি ৪ ডিসেম্বর থেকে ভারতে চালু হবে। এর ফলাফলের ওপর নেটফ্লিক্সের ভবিষ্যৎ বাজারের অনেক কিছু নির্ভর করছে বলেও দাবি করেন করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App