×

সারাদেশ

ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, অতঃপর জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১০:০৫ পিএম

ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, অতঃপর জরিমানা

ছবি: প্রতিনিধি

অনুমোদন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চট্টগ্রামের আনোয়ারার তিন ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আনোয়ারা সদরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, মান বহির্ভূত ঔষুধ, অনুমোদন বিহীন ঔষুধ সংরক্ষণ, ঔষধের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় ঔষুধ না রাখা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রয়র কারণে তিন ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেছে চট্টগ্রাম ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App