×

বিনোদন

ত্রিকোণ হৃদয়ের ‘মেঘনা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ১০:৫৮ পিএম

ত্রিকোণ হৃদয়ের ‘মেঘনা’

‘মেঘনা’ নাটকের একটি দৃশ্য

ত্রিকোণ হৃদয়ের ‘মেঘনা’

মেঘনা নাটকের একটি দৃশ্য

ত্রিকোণ হৃদয়ের ‘মেঘনা’

‘মেঘনা’

মাঝি ও তার বউ প্রসূন আজাদের ছোট সংসারে হঠাৎ আগমন ঘটে মাঝির বোহিমিয়ান বাউল বন্ধু সুরুজ গায়েন। বাউল তার ছন্দহীন জীবনে গাঁথতে চায় বন্ধুপত্নীকে। মাঝি বউয়ের পতিভক্তি-ভালোবাসায় গল্পে আসে নতুন মাত্রা। সুর-ছন্দ কথায় গল্পের পৃষ্ঠায় রয়েছে চমকে সুরুজ গায়েন ছন্দ পতন ঘটাতে এগিয়ে যায় মেঘনার অভিমুখে। মাঝির বন্ধুর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা ও বউয়ের প্রতি সরল-সুন্দর ভালোবাসায় সিদ্ধান্ত নিতে নাটকীয়তায় এগিয়ে আসে মেঘনা।

ত্রিকোণ হৃদয়ের গল্পের যবনিকায় নাটকে আনে অন্য মাত্রা। সেলিম রেজা সেন্টুর প্রয়োগভাবনা ও নাট্যকার ফারজানা আফরীন রূপার এই ত্রিকোণ প্রেমের গল্পের এই নাটক ‘মেঘনা’ আগামীকাল রাতে প্রচার হবে এনটিভিতে। নাটকটিতে মাঝি চরিত্রে আজাদ আবুল কালাম, মেঘনা চরিত্রে প্রসূন আজাদ ও সুরুজ গায়েন চরিত্রে অভিনয় করেছেন রাহুল আনন্দ।

নাটকটি সম্পর্কে সেলিম রেজা সেন্টু বলেন, ভিন্নধর্মী এই নাটকটি দর্শকদের মনে নতুন করে দাগ কাটতে সক্ষম হবে বলে মনে করি। ৪২ মিনিটের এই নাটকটি একটি নির্দিষ্ট সময় বা বৃত্তের বাইরে জীবনের গল্প হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা সবাই মিলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App